Pallabi

আয়া পড়সে ফারুক ভাই!

পল্লবী তুমি জানোনি
আমার চোখে তুমি উপহার
পল্লবী তুমি জানোনি
প্রেম নয় তুমি cinema, प्यार
পল্লবী তুমি দেখোনি
প্রেম যেটা দিয়েছিলাম বারবার
পল্লবী তুমি জানোনি আমাকে

Oh-oh-oh-oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh-oh (yeah)

পল্লবী তুমি জানোনি
আমার চোখে তুমি উপহার
পল্লবী তুমি জানোনি
প্রেম নয় তুমি cinema, प्यार
পল্লবী তুমি দেখোনি
প্রেম যেটা দিয়েছিলাম বারবার
পল্লবী তুমি জানোনি আমাকে

পল্লবী আমার বাল্যবান্ধবী (পল্লবী)
পল্লবী, মিথ্যা না সত্যি? (পল্লবী)
পল্লবী, আমি যেইদিকেতে চাই
দেখি সেইদিকে তুমি
ও একি আহ্লাদি?

Oh-oh-oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh
পল্লবী, oh-oh
Oh-oh-oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh

পল্লবী আমার বাল্যবান্ধবী (বাল্যবান্ধবী)
পল্লবী, মিথ্যা না সত্যি? (পল্লবী)
পল্লবী, আমি যেইদিকেতে চাই
দেখি সেইদিকে তুমি
ও একি আহ্লাদি?

পল্লবী তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার
পল্লবী তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার
পল্লবী কেন এত বড় একটা হিংসুটি?

আমি যেইদিকেতে চাই
দেখি সেইদিকে তুমি
ও একি আহ্লাদি?



Credits
Writer(s): Issa Farooque
Lyrics powered by www.musixmatch.com

Link