Mayer Emni Bichar Bota

মায়ের এমনি বিচার বটে
মায়ের এমনি বিচার বটে
যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে
দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে
মায়ের এমনি বিচার বটে
মায়ের এমনি বিচার বটে

হুজুরেতে আরজি দিয়ে, মা, দাঁড়িয়ে আছি করপুটে
হুজুরেতে আরজি দিয়ে, মা, দাঁড়িয়ে আছি করপুটে
হুজুরেতে আরজি দিয়ে, মা, দাঁড়িয়ে আছি করপুটে

কবে আদালতে শুনানি হবে, মা, নিস্তার পাব এ সঙ্কটে
আদালতে শুনানি হবে, মা, নিস্তার পাব এ সঙ্কটে

মায়ের এমনি বিচার বটে
মায়ের এমনি বিচার বটে

সওয়াল-জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে
ও মা, ভরসা কেবল শিববাক্য
ভরসা কেবল শিববাক্য, ঐক্য বেদাগমে রটে

প্রসাদ বলে, "শমনভয়ে, মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে"
প্রসাদ বলে, "শমনভয়ে, মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে"
প্রসাদ বলে, "শমনভয়ে, মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে"

যেন অন্তিমকালে "শ্রী দুর্গা" বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে
অন্তিমকালে "শ্রী দুর্গা" বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে

মায়ের এমনি বিচার বটে
মায়ের এমনি বিচার বটে
যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে
দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে
মায়ের এমনি বিচার বটে
মায়ের এমনি বিচার বটে



Credits
Writer(s): Traditional, Ramprasad
Lyrics powered by www.musixmatch.com

Link