Shoreerer Gnit Khule De

শরীরের গিঁট খুলে দে
মন যাক উড়ে, উড়ে যাক না
শরীরের গিঁট খুলে দে
মন যাক উড়ে, উড়ে যাক না
কী হবে এ ভেলায় ভেসে?
রোদ ছায়ার খেলায় মেতে?
কী হবে এ ভেলায় ভেসে?
রোদ ছায়ার খেলায় মেতে?
ভুল শুধু ধুল জমে শূন্যের ঘরে
ভুল!
ভুল শুধু ধুল জমে শূন্যের ঘরে
শরীরের গিঁট খুলে দে
মন যাক উড়ে
উড়ে যাক না

(...)

শরীরের গিঁট খুলে দে মন যাক উড়ে
এবার এই পাল তুলে দে তরী যাক দূরে
আমার এই ভাঙাগড়া পুতুলখেলায় মন বসে না
আমার এই ভাঙাগড়া মাটির পাড়ায় মন বসে না
মন বসে না, মন বসে না
সুর লাগে না, তাল লাগেনা
সুর লাগে না, ভাল্লাগেনা
কী প্রেমে গাইব বলো গান?
কী প্রেমে গাইব বলো?

এসো এসো ভীষণ রাতে
ভীষণ কঠোর বজ্রপাতে
এসো এসো ভীষণ রাতে
ভীষণ কাতর বজ্রপাতে
গান দিও মোর প্রাণে
গান দিও মোর প্রাণে
অন্য কথার টানে
অন্য কথার টানে

এ শরীরের
গিঁট খুলে দে
মন জুড়ে দে
পাল তুলে দে



Credits
Writer(s): #abhikism
Lyrics powered by www.musixmatch.com

Link