Aaj Swapno Ese Bolchhe Katha

বুঝলে না তো, তুমি বুঝলে না তো

আজ স্বপ্ন এসে বলছে কথা, শুনলে না তো
আজ স্বপ্ন এসে বলছে কথা, শুনলে না তো

একা থাকার কী যে ব্যথা, ওগো
একা থাকার কী যে ব্যথা
বুঝলে না তো, তুমি বুঝলে না তো
আজ স্বপ্ন এসে বলছে কথা, শুনলে না তো

রোদ মুছে যায় ওই আকাশে
দিন চলে যায়, সন্ধ্যা আসে
রোদ মুছে যায় ওই আকাশে
দিন চলে যায়, সন্ধ্যা আসে
পাখির পাখায় ঘরে ফেরার
কেন এমন চঞ্চলতা
তুমি দেখলে না তো

একা থাকার কী যে ব্যথা
বুঝলে না তো, তুমি বুঝলে না তো
আজ স্বপ্ন এসে বলছে কথা, শুনলে না তো

নিজেই এলাম তোমার ঘরে
নিজেই এলাম তোমার ঘরে
অনেক আশায় হৃদয় ভরে

নিজেই এলাম তোমার ঘরে
অনেক আশায় হৃদয় ভরে
গানের সুরে রেখে গেলাম
আমার মনের কোন বারতা
তুমি ভাবলে না তো

একা থাকার কী যে ব্যথা, ওগো
একা থাকার কী যে ব্যথা
বুঝলে না তো, তুমি বুঝলে না তো
আজ স্বপ্ন এসে বলছে কথা, শুনলে না তো
তুমি শুনলে না তো
তুমি শুনলে না তো



Credits
Writer(s): Pulak Banerjee, Gopen Mullick
Lyrics powered by www.musixmatch.com

Link