Kyano Aaj (Original)

কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে
আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে গানে গানে

কেন যে ফাঁকি দিয়ে পালাও
নিশিদিন কাছে এসে দূরের প্রদীপ জ্বালাও
কেন যে ফাঁকি দিয়ে পালাও
নিশিদিন কাছে এসে দূরের প্রদীপ জ্বালাও
ওগো আবার তুমি ধরা দেবে কখন কে জানে

কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে
আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে গানে গানে

বাহুডোরেও কাঁচের আড়াল, ব্যথা যে জুড়োয় না
মরিচিকার পিছে পিছে চলা তো ফুরোয় না
বাহুডোরেও কাঁচের আড়াল, ব্যথা যে জুড়োয় না
মরিচিকার পিছে পিছে চলা তো ফুরোয় না

এবারে তোমায় যখন পাবো
আমাকে রাখবে মনে, শপথ নিয়ে যাবো
এবারে তোমায় যখন পাবো
আমাকে রাখবে মনে, শপথ নিয়ে যাবো
রবো চিরদিনই তোমার পাশে, যাবে যেখানে

কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে
আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে গানে গানে



Credits
Writer(s): Indraadip Dasgupta, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link