Ei Shagor Tirey

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে
দু'টি চোখ কারে যেন দেখলো
আমার চিরচেনা পৃথিবী যেন তাই
রংধনু রঙে রঙে হাসলো
রংধনু রঙে রঙে হাসলো

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে
দু'টি চোখ কারে যেন দেখলো
আমার চিরচেনা পৃথিবী যেন তাই
রংধনু রঙে রঙে হাসলো
রংধনু রঙে রঙে হাসলো

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে

ভাবনার দীপ জ্বেলে যেন এ প্রহর
অচেনা শিহরনে হয়েছে মুখর
ভাবনার দ্বীপ জ্বেলে যেন এ প্রহর
অচেনা শিহরনে হয়েছে মুখর
আমার সলাজ মন জানি না কখন
বাসনার জোয়ারে যে ভাসলো
রংধনু রঙে রঙে হাসলো

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে

জীবনের তীর ছুঁয়ে বুঝিনি কখন
নেমেছে অলখে যে অচেনা স্বপন
জীবনের তীর ছুঁয়ে বুঝিনি কখন
নেমেছে অলখে যে অচেনা স্বপন
আমার আবার মন তৃষিত যখন
আলোছায়া অনুরাগে সাজলো
রংধনু রঙে রঙে হাসলো

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে
দু'টি চোখ কারে যেন দেখলো
আমার চিরচেনা পৃথিবী যেন তাই
রংধনু রঙে রঙে হাসলো
রংধনু রঙে রঙে হাসলো

এই সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে
সাগর তীরে আজ ঝিনুক কুড়াতে এসে



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link