Jokhoni Dakley Amay

যখনই ডাকলে আমায় চেনা নামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে
যখনই ডাকলে আমায় চেনা নামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে

গড়েছি সবার সাথে এক প্রতিরোধ
জেনেছি নিতেই হবে আজ প্রতিশোধ
গড়েছি সবার সাথে এক প্রতিরোধ
জেনেছি নিতেই হবে আজ প্রতিশোধ
কেবলই এগিয়ে গেছি, খুঁজিনি পথ ডাইনে বামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে

যখনই ডাকলে আমায় চেনা নামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে

লড়েছি জীবন দিয়ে এবার লড়াই
জেনেছি মরণকে, মা, মিথ্যে ডরাই
লড়েছি জীবন দিয়ে এবার লড়াই
জেনেছি মরণকে, মা, মিথ্যে ডরাই
জীবনে সেই তো মরে আঁধারে যার চরণ থামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে

যখনই ডাকলে আমায় চেনা নামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে
আমি তো জেগেছি এই বাংলাদেশের
হাজার গ্রামে, হাজার গ্রামে



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link