Tomar Porosh Pathorey

তোমার পরশপাথরে ছোঁয়ানো
আহা এ কটি দিন
সোনা হয়ে তারা জ্বলবে চিরদিন
তোমার পরশপাথরে ছোঁয়ানো
আহা এ ক'টি দিন

তোমার মায়াবী পরশ পেয়ে
যে মাটি সোনা হলো
তোমার পাথর পরানে কভু কি
সে প্রাণের ব্যথা বাজে
তোমার আদরে, তোমার সোহাগে
রেখেছিলে যতদিন
সোনা হয়ে তারা জ্বলবে চিরদিন

তোমার পরশপাথরে ছোঁয়ানো
আহা এ ক'টি দিন

বন্ধু, তোমার স্মৃতির তীরে তীরে
হেসে কাঁদি, কেঁদে ভাসি
দুঃখ-সুখের নীড়ে
বন্ধু, তোমার স্মৃতির তীরে তীরে
হেসে কাঁদি, কেঁদে ভাসি
দুঃখ-সুখের নীড়ে

তোমার ছায়ায় বিছানো শয়নে
আহা, সুখ ছিল কী কী
তোমার প্রেমের আগুনে পোড়ানো
এ প্রাণের ধিকিধিকি
দুঃখের বাঁধনে সুখের অনলে
পুড়িয়েছো যতদিন
সোনা হয়ে তারা জ্বলবে চিরদিন

তোমার পরশপাথরে ছোঁয়ানো
আহা এ ক'টি দিন
সোনা হয়ে তারা জ্বলবে চিরদিন
তোমার পরশপাথরে ছোঁয়ানো
আহা এ ক'টি দিন



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link