Jonom Jonom Dhorey

জনম জনম ধরে প্রেম পিয়াসী
জনম জনম ধরে প্রেম পিয়াসী
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে
দূরের চাঁদের পরশ লাগি
দূরের চাঁদের পরশ লাগি
কাঁদে চকোরী অনুরাগে

আমার আঁধার জীবনে, বঁধু
তুমি জোছনারই রেখা
নিশি পোহালে যাবে হারিয়ে
সে তো নিয়তিরই লেখা
আমার আঁধার জীবনে, বঁধু
তুমি জোছনারই রেখা
নিশি পোহালে যাবে হারিয়ে
সে তো নিয়তিরই লেখা

এই জীবন যৌবন ফুল হবে না তো
জীবন যৌবন ফুল হবে না তো
শত বসন্তের রাগে
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে

সুখের বাসর রচিবো বুকে
সে তো দারুণ দুরাশা
কেঁদে কেঁদেও আশা নেভে না
হায় রে অবুঝ ভালোবাসা!
সুখের বাসর রচিবো বুকে
সে তো দারুণ দুরাশা
কেঁদে কেঁদেও আশা নেভে না
হায় রে অবুঝ ভালোবাসা!

এই হৃদয় কাঞ্চন যায় না তো ঢাকা
হৃদয় কাঞ্চন যায় না তো ঢাকা
শত কলঙ্কের দাগে
দু'টি আঁখি নিশি জাগে
দূরের চাঁদের পরশ লাগি
দূরের চাঁদের পরশ লাগি
কাঁদে চকোরী অনুরাগে
কাঁদে চকোরী অনুরাগে

জনম জনম ধরে
জনম জনম ধরে প্রেম পিয়াসী
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে
দু'টি আঁখি নিশি জাগে



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link