Ekdin Chhuti Hobey

একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো

একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো

একদিন ছুটি হবে

যেখানে থাকবে না কোনো বাঁধন
থাকবে না নিয়মের কোনো শাসন

যেখানে থাকবে না কোনো বাঁধন
থাকবে না নিয়মের কোনো শাসন
পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো
পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো
পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছাড়াবো

একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো

একদিন ছুটি হবে

অজানা পথে অচিন দেশে
ঝর্ণাধারা হয়ে যাবো ভেসে

অজানা পথে অচিন দেশে
ঝর্ণাধারা হয়ে যাবো ভেসে
তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো
তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো
লুকোচুরি খেলার ছলে লুকিয়ে রবো

একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো

একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো

একদিন ছুটি হবে



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link