নিঠুর জলের গাঙ । NITHUR JOLER GANG

নাশীদঃ নিঠুর জলের গাঙ

নিঠুর নদীর বানের জল,
কেনো এমন হলি রে বল?
কী দোষ ছিল আমার বোনের, ভাইয়ের?
কী দোষ ছিল ছোট্ট সোনার?
মায়ের আদর কেরে নেয়ার,
ঘরবাড়ি আজ ভাসে হাজার শখের।

মন মানেনা, মন মানেনা
হৃদয় আমার ভাঙ্গে
সাধের জীবন কাইড়া নিলো
নিঠুর জলের গাঙ্গে।

পরশু দিনেও বন্ধু আমার
বললো কত স্বপন,
আজকে আমার বন্ধুর গায়ে
সুতি সাদা কাফন!

সকাল বেলার শুকনো ভিটা
বিকাল বেলায় প্লাবন,
বানের স্রোতে ভাইসা গেল
আমার অতি আপন।

মন মানেনা মন মানেনা
হৃদয় আমার ভাঙ্গে,
সাধের জীবন কাইরা নিলো
নিঠুর জলের গাঙ্গে।

কানতে গেলে ভয় লাগে আজ
উপচে পড়ে ব্যথা,
জনম দুঃখী মায়ের কান্দন
কাইড়া নিলো কথা,
আল্লাহ তোমার দরবারে আজ
আরজি জানাই শোনো
মাফ করে দাও গোনাহ খাতা।
রহমের দার খোলো...

মন মানেনা মন মানেনা
হৃদয় আমার ভাঙ্গে,
সাধের জীবন কাইরা নিলো
নিঠুর জলের গাঙ্গে।



Credits
Writer(s): Abu Ubayda, Eyasin Arafat
Lyrics powered by www.musixmatch.com

Link