Chawl Raastaye (Original)

চল রাস্তায় সাজি trum-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলে
হিয়া টুপটাপ, जिया nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি trum-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলে
হিয়া টুপটাপ, जिया nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি trum-line...

প্রিয় বন্ধুর পাড়া নিজ্ ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়
প্রিয় বন্ধুর পাড়া নিজ্ ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক, রাত্তির শুধু চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা footpath, ওড়ে জোছনায় মোড়া plastic
পায়ে ঘুম যায় একা footpath, ওড়ে জোছনায় মোড়া plastic
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি trum-line...

পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত
পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত
তাঁরা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি ringtone
তবু বারেবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি
তবু বারেবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি trum-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলে
হিয়া টুপটাপ, जिया nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি trum-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলে
হিয়া টুপটাপ, जिया nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি



Credits
Writer(s): Debajyoti Mishra, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link