Eka Ekela Mon (Lofi)

কঠিন তোমাকে ছাড়া একদিন
কাটানো একরাত, বাড়াও দু'হাত
হয়ে যাও আজ বাধাবিহীন
বলো, কবিতা হয়ে চলো
বাগানে দাবানল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন

ও চেয়েছি যতবারই, হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন

কঠিন তোমাকে ছাড়া একদিন

এক চিলেকোঠায় তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায় কত ভুল-চুক এঁকেছিলাম
ও এক চিলেকোঠায় তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায় কত ভুল-চুক এঁকেছিলাম

ও পড়েছি সোজা মনে, গলেছি কোন আগুনে
চলেছি শুনে শুনে তোমার আমার অন্তহীন

কঠিন তোমাকে ছাড়া একদিন

কম হলেও হোক আমাদের দেখাশোনা
সেই চোরা চমক, ছাপোষাও আনমনা
কম হলেও হোক আমাদের দেখাশোনা
সেই চোরা চমক, ছাপোষাও আনমনা

ও চেয়েছি যতবারই, হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন

কঠিন তোমাকে ছাড়া একদিন



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link