Potho Cheye Ami

পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না?
পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না?
কত লোক আনাগোনা করে এই পথ ধরে
কত লোক আনাগোনা করে এই পথ ধরে
ঠিকানা সে কি মোর পেলো না, পেলো না

পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না?

ব্যথাও পেলাম না, ব্যথাও দিলাম না
ভালোবেসে মরে যাবো, সেও বুঝি হলো না
ব্যথাও পেলাম না, ব্যথাও দিলাম না
ভালোবেসে মরে যাবো, সেও বুঝি হলো না
এত মেঘ গেল ঝরে আষাঢ় শ্রাবণ করে
মনেরই বরষা তো গেল না, গেল না

পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না

কাছেও ডাকে না, দূরেও রাখে না
মধুমতী হয়ে আছি, দেখেও সে দেখে না
কাছেও ডাকে না, দূরেও রাখে না
মধুমতী হয়ে আছি, দেখেও সে দেখে না
পুড়ে যাই ধূপ হয়ে, মিছে এই দহন সয়ে
সুরভি ছড়ানো তো হলো না, হলো না

পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না?
কত লোক আনাগোনা করে এই পথ ধরে
কত লোক আনাগোনা করে এই পথ ধরে
ঠিকানা সে কি মোর পেলো না, পেলো না

পথ চেয়ে আমি বসে থাকি নিশিদিন
সে কেন আজও, সখী, এলো না, এলো না?



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link