Lekha Pora Jantam Jodi

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম
লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম
ঐ চিঠিতে আছে প্রেম কত
পড়ার বাহানায় পড়তাম
এক মোমের দীপ জ্বালিয়ে
বসে একা একা পড়তাম

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম

হয়তো লেখা আছে তাতে
মোর ডাগর চোখের কথা
আছে আরো কী সাজানো
কত ভালোবাসার কথা
কত প্রেমে ডুবে ডুবে
কত প্রেমে ডুবে ডুবে
রঙ্গিন বারতা পড়তাম

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম

হৃদয় দেবার কত কথা
লেখা আছে প্রতি পাতাতে
তোমার দেয়া চিঠিখানি
খুলে পড়বো নিঝুম রাতে
দিওয়ানা প্রাণের ভাষা
দিওয়ানা প্রাণের ভাষা
মন দিয়ে কত না পড়তাম

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম

কিছু চাওয়া পাওয়ার কথা
কিছু অতীত দিনের কথা
আশার শপথ হবে তাতে
যেতে গেলেই পাবে যে ব্যথা
ব্যাকুল হয়ে কত আমি
ব্যাকুল হয়ে কত আমি
মিলনের ঠিকানা পড়তাম

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম
ঐ চিঠিতে আছে প্রেম কত
পড়ার বাহানায় পড়তাম
এক মোমের দীপ জ্বালিয়ে
বসে একা একা পড়তাম

লেখাপড়া জানতাম যদি
তো আমি এই চিঠি পড়তাম



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link