Bolo Na Radhika (Original)

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"
বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

চলে যেতে চায় সে যদি
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিয়ো

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

যেমন বনের লতা বসন্ত চলে গেলে
যেন বা মনের কথা বধূয়া গিয়েছে ভুলে
যেমন বনের লতা বসন্ত চলে গেলে
যেন বা মনের কথা বধূয়া গিয়েছে ভুলে

যতটুকু মনে আছে ততটুকু সাথে নিয়ো
যতটুকু মনে আছে ততটুকু সাথে নিয়ো

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি
খুঁজে ফেরে হারানিধি গো
অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি

ছলনার গতিবিধি ভাঙে হৃদি, তা জানিও
ছলনার গতিবিধি ভাঙে হৃদি, তা জানিও

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

যেমন ঝড়ের মেঘে ওড়ে ধুলো অবহেলে
অনায়াস দ্রুতবেগে ছায়া তাকে ঢেকে ফেলে
যেমন ঝড়ের মেঘে ওড়ে ধুলো অবহেলে
অনায়াস দ্রুতবেগে ছায়া তাকে ঢেকে ফেলে

যতটুকু পড়ে থাকে ততটুকু তুলে নিয়ো
যতটুকু পড়ে থাকে ততটুকু তুলে নিয়ো

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

চলে যেতে চায় সে যদি
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিয়ো

বোলো না রাধিকা তাকে
"যেয়ো না, যেয়ো না, প্রিয়"

বোলো না রাধিকা... প্রিয়



Credits
Writer(s): Prasen, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link