Vober Deshe

ভবের দেশে, ভবের দেশে
গণ্ডগোল, গণ্ডগোল
ভালোবাসায়, ভালোবাসায়
বিকিকিনি, বিকিকিনি

মহাজনী, মহাজনী
বন্দরে, বন্দরে
মহাজনী, মহাজনী
বন্দরে, বন্দরে

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

হৃদয় পোড়ে, হৃদয় পোড়ে
মোহের ছলে, মোহের ছলে
অনুরাগে, অনুরাগে ছড়াছড়ি, ছড়াছড়ি
দিবা নিশি, দিবা নিশি অন্তরে, অন্তরে
দিবা নিশি, দিবা নিশি অন্তরে, অন্তরে

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

আত্মা শুদ্ধি করো, করো
আত্মা শুদ্ধি করো, করো
আত্মা শুদ্ধি করো, করো
আত্মা শুদ্ধি করো, করো

পাপের কথা, পাপের কথা
অন্য রকম, অন্য রকম
সময় সময়, সময় সময়
ছলনাময়ী, ছলনাময়ী

অহঃদিনে, অহঃদিনে
অহঃরাতে, অহঃরাতে
অহঃদিনে, অহঃদিনে
অহঃরাতে, অহঃরাতে

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

ভবের দেশে, ভবের দেশে
গণ্ডগোল, গণ্ডগোল
ভালোবাসায়, ভালোবাসায়
বিকিকিনি, বিকিকিনি

মহাজনী, মহাজনী
বন্দরে, বন্দরে
মহাজনী, মহাজনী
বন্দরে, বন্দরে

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো

ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো, করো



Credits
Writer(s): Mohammad Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link