Nodi Kul Vange

নদী কূল ভাঙে, নদী কূল গড়ে
এই তো নদীর খেলা
মনের মানুষ ভুলে গেলেও
যায় কি তারে ভোলা?
যায় কি তারে ভোলা?

নদী কূল ভাঙে
নদী কূল ভাঙে কূল গড়ে, এই তো নদীর খেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা
নদী কূল ভাঙে কূল গড়ে, এই তো নদীর খেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা

নদীর বুকে জোয়ার আসে চাঁদের আকর্ষণে
স্বপ্ন হয়ে এসে তুমি বাসা বাঁধো মনে
নদীর বুকে জোয়ার আসে চাঁদের আকর্ষণে
স্বপ্ন হয়ে এসে তুমি বাসা বাঁধো মনে

তোমার কথাই ভেবে আমার কাটে সারাবেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা

নদী কূল ভাঙে কূল গড়ে, এই তো নদীর খেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা

নদীর জলে নদী ভাঙে, জলই আপন তবু
মনের মানুষ মনেই থাকে, হয় না রে পর কভু
নদীর জলে নদী ভাঙে, জলই আপন তবু
মনের মানুষ মনেই থাকে, হয় না রে পর কভু

অনেক বেশি মনে পড়ে থাকলে যে একলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা

নদী কূল ভাঙে
নদী কূল ভাঙে কূল গড়ে, এই তো নদীর খেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা
নদী কূল ভাঙে কূল গড়ে, এই তো নদীর খেলা
তুমি আমায় ভুলে গেলেও যায়নি তোমায় ভোলা
যায়নি তোমায় ভোলা



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link