Amar E Mon

আমার এ মন ভালোবাসে
ভালোবেসে স্বপ্ন নিয়ে
খুঁজে বেড়ায় শুধু তোমায়
শুধু তোমার স্বপ্ন নিয়ে

তুমি এলে না, কেন এলে না
ভালোবাসলে না আমায়?
এই স্বপ্নকে বুকে করে আজ
ছুটে চলেছি যেন

আমার এ মন ভালোবাসে
ভালোবেসে স্বপ্ন নিয়ে
খুঁজে বেড়ায় শুধু তোমায়
শুধু তোমার স্বপ্ন নিয়ে

জেনো এই রাত্রিতেই আমি অসহায়
স্বপ্নরা খোঁজে শুধু তোমায়
জেনো এই রাত্রিতেই আমি অসহায়
স্বপ্নরা খোঁজে শুধু তোমায়
শুধু তোমায়

আমার এ মন ভালোবাসে
ভালোবেসে স্বপ্ন নিয়ে
খুঁজে বেড়ায় শুধু তোমায়
শুধু তোমার স্বপ্ন নিয়ে

কেন আজ সারাদিন এ মন আমার
বেলাশেষ খুঁজে যায় অবেলার
কেন আজ সারাদিন এ মন আমার
বেলাশেষ খুঁজে যায় অবেলার
এ অবেলার

আমার এ মন ভালোবাসে
ভালোবেসে স্বপ্ন নিয়ে
খুঁজে বেড়ায় শুধু তোমায়
শুধু তোমার স্বপ্ন নিয়ে

তুমি এলে না, কেন এলে না?
ভালোবাসলে না আমায়
এই স্বপ্নকে বুকে করে আজ
ছুটে চলেছি জেনো, জেনো

আমার এ মন ভালোবাসে
ভালোবেসে স্বপ্ন নিয়ে
খুঁজে বেড়ায় শুধু তোমায়
শুধু তোমার স্বপ্ন নিয়ে



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link