Tamanama

বহুদিন পর ফিল্ডে খারা পুরান কামলা লাকিল্লা
সবকিছুই আগের মত নতুন কিছু ফ্লেভারে মিল্লা
জামানা বদলায় গেছে পুরান জিনিস খায় না ভায়া
খেলাটা শুরু করছি মেঘনা নদীর ঝড় উঠায়া
ভাই ব্রাদার ছিল পাশে নিন্দুকেরা নাম ফুটাইছে
ক্যারিয়ার নৌকায় চইরা তিন মোহনায় ডুইবা গেছে
মাটিতে পুইতা রাখছি হাজারো না বলা গল্প
পৃথিবীর রঙ মঞ্চ জটিল সুত্র সময় স্বল্প
ক্ষ্যাপা ছন্দে মন আনন্দে ভায়া পুরাই পার্টে
গান না হুনলে তুলা ঢুকাও লাইগা যাইবো হার্টে
Hiproo Rakib Lakilla হামলা শুরু এক লগে চিল্লা
তামানামা পারলে সামলা, গিল্লা লমু দুইভাই মিল্লা
ভালোবাসলে বুকে আয়, Haters গুলা ঘোপে আয়
খবর ল গোপনে দেশে তোর নৌকা কে চালায়?
ইলিশ খাইলে চাঁদপুর আইবেন যত চাইবেন তত খাইবেন
পরিবেশটা সুন্দর না? চিল্লাইয়া কি ভাই মার্কেট পাইবেন?

আমরা চাঁদপুরের সন্তান ইলিশ আমার সম্মান
বাংলাতে গাই গান ছুতে চাই আসমান
বায়ান্নোর চেতনা 71 এর তাজা প্রাণ
রক্তের বিনিময়ে অর্জিত সম্মান
ওরা English এ কথা বলে হিন্দিতে গায় গান
শহীদের রক্তকে রোজ করে অপমান

দেশটাকে বেচে খায়, দূর্নীতির জয়গান
বাংলাদেশি পরিচয়, কিসের হিন্দু মুসলমান?



Credits
Writer(s): Hiproo Rakib
Lyrics powered by www.musixmatch.com

Link