Kichchu Chaini Aami- Lofi

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা

সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে

দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে
চেনা কিশোরীর মতো আমাকে নানান নামে ডাকে

আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই
আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই
তোমাকে এভাবে যেন আজীবন ভালোবেসে যাই

না, না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা



Credits
Writer(s): Prasen, Dipanshu Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link