Chhotto Ekta Rangin Pakhi

ছোট্ট একটা রঙিন পাখি
বসলো এসে আমার ঘরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে

ছোট্ট একটা রঙিন পাখি
বসলো এসে আমার ঘরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে
ছোট্ট একটা রঙিন পাখি

কাটে না দিন একা একা
আমার এ মন মানে না
ফিরবে কি সে মনের দ্বারে
কেউ তা জানে না

ও, কাটে না দিন একা একা
আমার এ মন মানে না
ফিরবে কি সে মনের দ্বারে
কেউ তা জানে না

তার ওই নরম পালক শুধু
যায় ছুঁয়ে যায় এ অন্তরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে

ছোট্ট একটা রঙিন পাখি
বসলো এসে আমার ঘরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে
ছোট্ট একটা রঙিন পাখি

খুঁজতে গিয়ে দেখি তাকে
ছোট্ট ওই আকাশটা যে
হারালি তুই কোন ঠিকানায়
মেঘ-সাগর মাঝে

ও, খুঁজতে গিয়ে দেখি তাকে
ছোট্ট ওই আকাশটা যে
হারালি তুই কোন ঠিকানায়
মেঘ-সাগর মাঝে

শূন্য তোকে ছাড়া হৃদয়
আয় না রে তুই, আয় না ফিরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে

ছোট্ট একটা রঙিন পাখি
বসলো এসে আমার ঘরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে

ছোট্ট একটা রঙিন পাখি
বসলো এসে আমার ঘরে
উড়ে গেল না বলে সে
কার আকাশে কোন সুদূরে
ছোট্ট একটা রঙিন পাখি



Credits
Writer(s): Indranil Sen, Subhobrta Adhikary
Lyrics powered by www.musixmatch.com

Link