Maa Tor Chokher Kajol

মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে
মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে
সাজিয়ে দিলো শ্মশান চিতার
সাজিয়ে দিলো শ্মশান চিতার ভস্ম তিলকে
মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে

হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি
হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি
তোর গৌরী নামটি, বল না মাগো
গৌরী নামটি, বল না মাগো, হরে নিলো কে

মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে

কালী সেজে কালো মেয়ের
রূপ যেন আর ধরে না
জন্ম জন্ম দেখেও তবু
চোখের পলক পড়ে না

দেখে যা রে পায়ের শোভা
পা নয় তো, সে রক্তজবা
দেখে যা রে পায়ের শোভা
পা নয় তো, সে রক্তজবা
এমন রূপের ডালি কে দেখেছে
রূপের ডালি কে দেখেছে সারা ত্রিলোকে

মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে
সাজিয়ে দিলো শ্মশান চিতার
সাজিয়ে দিলো শ্মশান চিতার ভস্ম তিলকে
মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে
মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে



Credits
Writer(s): Pronab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link