Mago Dekh Na Nayan Mele

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে
মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

উপায় কী আছে বল
উপায় কী আছে বল
উপায় কী আছে বল

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে
মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

মিথ্যে যাদের জীবন গড়া
ভাঙতে শুধু পারে তারা
মিথ্যে যাদের জীবন গড়া
ভাঙতে শুধু পারে তারা

গড়ার নামে মিছে ছল
সাজা দিস না কেন বল

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

হারিয়ে গেছে মুখের ভাষা
আশা যত আজ নিরাশা
হারিয়ে গেছে মুখের ভাষা
আশা যত আজ নিরাশা

খুঁজে ফিরি কোথায় আলো
খুঁজে ফিরি কোথায় আলো
খুঁজে ফিরি কোথায় আলো
খুঁজে ফিরি কোথায় আলো

হবে সব কি বিফল?
হবে সব কি বিফল?
হবে সব কি বিফল?

পুজোর নামে দেখি ছল
পাবো না কি মনের বল?

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

দয়াময়ী তুই মা আমার
আলোতে দূর করিস আঁধার
দয়াময়ী তুই মা আমার
আলোতে দূর করিস আঁধার

নিজের জন্যে কাঁদে না মন
নিজের জন্যে কাঁদে না মন
নিজের জন্যে কাঁদে না মন
নিজের জন্যে কাঁদে না মন

জগৎ হলো বিকল
জগৎ হলো বিকল
জগৎ হলো বিকল

চোখে আসে কেন জল?
আমি করবো কী তা বল
চোখে আসে কেন জল?
মা, তুই কী করবি বল

উপায় কী আছে বল
উপায় কী আছে বল
উপায় কী আছে বল

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে
মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

মিথ্যে যাদের জীবন গড়া
ভাঙতে শুধু পারে তারা
মিথ্যে যাদের জীবন গড়া
ভাঙতে শুধু পারে তারা

গড়ার নামে মিছে ছল
সাজা দিস না কেন বল
গড়ার নামে মিছে ছল
সাজা দিস না কেন বল

মাগো, দেখ না নয়ন মেলে
দেশ গেল রসাতলে

ও মা
ও মা
ও মা
ও মা



Credits
Writer(s): Narugopal Mandal, Pranay Adhikary
Lyrics powered by www.musixmatch.com

Link