Kon Shubhokhone

কোন শুভখনে উদিবে নয়নে
অপরূপ রূপ-ইন্দু
চিত্তকুসুমে ভরিয়া উঠিবে
মধুময় রসবিন্দু
কোন শুভখনে উদিবে নয়নে
অপরূপ রূপ-ইন্দু

নব-নন্দনতানে চিরবন্দনগানে
নব-নন্দনতানে চিরবন্দনগানে
উৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে
নিখিলের পানে উথলি উঠিবে
উতলা চেতনাসিন্ধু

জাগিয়া রহিবে রাত্রি
নিবিড়মিলনদাত্রী
জাগিয়া রহিবে রাত্রি
নিবিড়মিলনদাত্রী

মুখরিয়া দিক চলিবে পথিক
অমৃতসভার যাত্রী
মুখরিয়া দিক চলিবে পথিক
অমৃতসভার যাত্রী

গগনে ধ্বনিবে "নাথ, নাথ, বন্ধু, বন্ধু, বন্ধু"

কোন শুভখনে উদিবে নয়নে
অপরূপ রূপ-ইন্দু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link