A Kon Choncholotay

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
দূরে থেকে কে যেন ডাকে ইশারায়
সাড়া দেবো কি দেবো না মরি ভাবনায়

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়

আজ দুয়ারে সুর-পিয়াসী শুনি অলির গুঞ্জন
কোন খেয়ালে বাসনাতে চোখে আনে অঞ্জন
ওই অনন্ত নীল দিগন্ত
চেনা চেনা আভাসে দোলা দিয়ে যায়
মরি ভাবনায়

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
দূরে থেকে কে যেন ডাকে ইশারায়
সাড়া দেবো কি দেবো না মরি ভাবনায়

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়

ভালো লাগে জানালাতে চেয়ে থাকি সারাক্ষণ
প্রাণে আমার এ কোন বাঁশির শুনি মধুর আলাপন
আজ অশান্ত কোন বসন্ত
রঙে রঙে জীবনের তীর ছুঁয়ে যায়
মরি ভাবনায়

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
দূরে থেকে কে যেন ডাকে ইশারায়
সাড়া দেবো কি দেবো না মরি ভাবনায়

এ কোন চঞ্চলতা
মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
দূরে থেকে কে যেন ডাকে ইশারায়
সাড়া দেবো কি দেবো না মরি ভাবনায়



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link