Tumi Je Amar Shokha

তুমি যে আমার, সখা, আমি যে তোমার
এই তো জেনেছি, নয় কিছু আর
জনম জনম তুমি আমারই ওগো
এই তো জেনেছি, নয় কিছু আর

তুমি যে আমার, সখা, আমি যে তোমার
এই তো জেনেছি, নয় কিছু আর

আমি যে রূপসী ওগো তোমারই রূপে
তাই তো জীবন মম দিয়েছি সঁপে
আমি যে রূপসী ওগো তোমারই রূপে
তাই তো জীবন মম দিয়েছি সঁপে
অনুমলে টলমল
খুশির জোয়ার যেন ঢেউ খেলে যায়

তুমি যে আমার, সখা, আমি যে তোমার
এই তো জেনেছি, নয় কিছু আর

মনের ময়ূরী আজ পেখম তোলে
নয়নে নয়নে শুধু স্বপ্ন দোলে
মনের ময়ূরী আজ পেখম তোলে
নয়নে নয়নে শুধু স্বপ্ন দোলে
রঙে রঙে রাঙা হলো
জীবন আমার এই মিলনবেলায়

তুমি যে আমার, সখা, আমি যে তোমার
এই তো জেনেছি, নয় কিছু আর
জনম জনম তুমি আমারই ওগো
এই তো জেনেছি, নয় কিছু আর



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link