Nacherey Bulbul

নাচে রে বুলবুল মশগুল রংমহলে
নাচে রে বুলবুল মশগুল রংমহলে
আমি রঙ্গিণী, হবো সঙ্গিনী
মেলাতে চোখ নেই মানা, ও

নাচে রে বুলবুল মশগুল রংমহলে
নাচে রে বুলবুল মশগুল রংমহলে

এই অঙ্গ অঙ্গ নয় রে, বাঁকা তলোয়ার
দু'টি চোখে আছে দেখো কাজলেরই ধার, ও
গোলাপি অধরে
গোলাপি অধরে মোর মুক্তো-ঝরা হাসি
চেয়ে দেখো না

নাচে রে বুলবুল মশগুল রংমহলে
নাচে রে বুলবুল বুলবুল মশগুল মশগুল রংমহলে

পেয়ালা যতই ভরো, নেশা হবে না
আমার কাছে আসল নেশার আছে ঠিকানা, ও
মধু এ রজনী
মধু এ রজনী, হায়, এমনি করে বৃথা
যেতে দিয়ো না

নাচে রে বুলবুল মশগুল রংমহলে
নাচে রে বুলবুল মশগুল রংমহলে
আমি রঙ্গিণী, হবো সঙ্গিনী
মেলাতে চোখ নেই মানা, ও

নাচে রে বুলবুল মশগুল রংমহলে
নাচে রে বুলবুল বুলবুল মশগুল মশগুল রংমহলে



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link