Premer Kata

প্রেমের কাঁটা বিঁধলো রে
আরে, প্রেমের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়

প্রেমের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
না, না, বিষের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়

কেন বা গেলাম দিনদুপুরে একলা পথে
নইলে কি আর দেখা হইতো মনচোরার সাথে?
(ওই মনচোরার সাথে)

নিঠুর বন্ধুর এমন গুণ, এক নজরে করলো খুন
হায় রে, নিঠুর বন্ধুর এমন গুণ, এক নজরে করলো খুন
দিন-রজনী, ও সজনী, কাটবে তারই ভাবনায়

ভোলা তারে দায়, এখন ভোলা তারে দায়
ভোলা তারে দায়, এখন ভোলা তারে দায়

প্রেমের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
বিষের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়

অমন করে বাঁশি, ওগো, আর বাজাইয়ো না
অবলারে পাগল করে প্রাণে মাইরো না
তারে প্রাণে মাইরো না

এই না কদম্বতলায় লোকে যদি দেইখা যায়
হায় রে, এই না কদম্বতলায় লোকে যদি দেইখা যায়
কলঙ্কের কালি হায় রে লাগবে আমার সারা গায়

হবে কী উপায়, তখন হবে কী উপায়?
হবে কী উপায়, তখন হবে কী উপায়?

প্রেমের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
প্রেমের কাঁটা বিঁধলো রে, বিঁধলো কলিজায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়
তোলা বড়ো দায়, তারে খোলা বড়ো দায়



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link