Pater Khete Bagh

পাটের খেতে বাঘ নেমেছে, থাবা ধরে চেয়ে আছে
পাটের খেতে বাঘ নেমেছে, থাবা ধরে চেয়ে আছে
দেখলে তারে-
দেখলে তারে কেমন যেন ডর ডর লাগে
হায়, ডর ডর ডর ডর লাগে

পাটের খেতে বাঘ নেমেছে, থাবা ধরে চেয়ে আছে
দেখলে তারে কেমন যেন ডর ডর ডর ডর লাগে
আমার ডর ডর ডর ডর লাগে

ক্যান? আমারে চিনোস না? (আয়, শালা!)

বাঘের মাথায় বাবরি চুল, চিনতে তারে হয় না ভুল
চিনতে তারে হয় না ভুল
বাঘের মাথায় বাবরি চুল, চিনতে তারে হয় না ভুল
চিনতে তারে হয় না ভুল

লেজ নাই রে, তেজ আছে রে
লেজ নাই রে, তেজ আছে রে, হালুম-হুলুম আওয়াজ করে
মানুষেতে-
মানুষেতে তাড়া করলে পরান নিয়ে ভাগে
পরান নিয়ে ভাগে

কী? আমি মানুষরে ডরাই?
দাঁড়া, আইজ তরে খুন কইরা ফালামু!

এই বাঘেরই এমন গুণ, নজর দিয়ে করে খুন
নজর দিয়ে করে খুন
এই বাঘেরই এমন গুণ, নজর দিয়ে করে খুন
নজর দিয়ে করে খুন

রক্ত খায় না, মাংস খায় না
রক্ত খায় না, মাংস খায় না, মন ছাড়া কিছুই চায় না
এমন জীব আর-
এমন জীব আর দুনিয়াতে দেখিনি তো আগে
তাই ডর ডর ডর ডর লাগে

দেখবি ক্যামনে? পাটখেতে আইছোস কোনোদিন?

আমার বাঘের কাঁচা বয়স, হয় না সে যে কারো বশ
হয় না বশ
হয় না সে যে কারো বশ

মান বুঝে না, প্রেম বুঝে না
মান বুঝে না, প্রেম বুঝে না, ভাব করে কাছে আসে না
তারই শিকার-
তারই শিকার হতে আমার ইচ্ছা মনে জাগে
ইচ্ছা মনে জাগে

পাটের খেতে বাঘ নেমেছে, থাবা ধরে চেয়ে আছে
দেখলে তারে-
দেখলে তারে কেমন যেন ডর ডর লাগে
হায়, ডর ডর ডর ডর লাগে
আমার ডর ডর ডর ডর লাগে
হায়, ডর ডর ডর ডর লাগে

পাটের খেতে বাঘ-



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link