Mon Niye Paliye

মন নিয়ে পালিয়ে দূরে দূরে রবে
মন নিয়ে পালিয়ে দূরে দূরে রবে
সে কি আর হবে, ও সজনী?
মন নিয়ে পালিয়ে দূরে দূরে রবে
সে কি আর হবে, ও সজনী?
হায় রে, তুমি বিনা কাটে না যে দিন-রজনী
তুমি বিনা কাটে না যে দিন-রজনী

যতদিন গুনগুন গুঞ্জরনে
ভোমরা শোনাবে গান ফুলেরই বনে
ও, যতদিন পিউ পিউ গাছেরই শাখে
অনুরাগী মন নিয়ে কোয়েলা ডাকে
ততদিন এ মনে কাঁকন হয়ে
ততদিন এ মনে কাঁকন হয়ে
সুরে সুরে বাজবে কিনিকিনি

ও সজনী
হায় রে, তুমি বিনা কাটে না যে দিন-রজনী
তুমি বিনা কাটে না যে দিন-রজনী

তুমি মোর প্রেমডোর বন্ধনে যে
কাজলের মতো আছো নয়ন মাঝে
ও, কেউ নেই কিছু নেই তোমায় বিনা
তুমি ছাড়া আমি আর কিছু জানি না
জীবনে মরণে স্বপনে আমায়
জীবনে মরণে স্বপনে আমায়
ভালোবেসে করেছো সোহাগিনী

ও সজনী
হায় রে, তুমি বিনা কাটে না যে দিন-রজনী
তুমি বিনা কাটে না যে দিন-রজনী

মন নিয়ে পালিয়ে দূরে দূরে রবে
সে কি আর হবে, ও সজনী
হায় রে, তুমি বিনা কাটে না যে দিন-রজনী
তুমি বিনা কাটে না যে দিন-রজনী

তুমি বিনা কাটে না যে দিন-রজনী
তুমি বিনা কাটে না যে দিন-রজনী



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link