Chupi Chupi Keno

চুপিচুপি কেন প্রেম করি
খোলাখুলি এসো হাত ধরি
চুপিচুপি কেন প্রেম করি
খোলাখুলি এসো হাত ধরি
চুপিচুপি কেন প্রেম করি
খোলাখুলি এসো হাত ধরি

ইচ্ছে করে বউ সাজিয়ে
তোমায় নিয়ে ঘর করি
ইচ্ছে করে বউ সাজিয়ে
তোমায় নিয়ে ঘর করি

মাথা খাও, ওগো পায়ে ধরি (হ্যাঁ?)
কারো চোখে যদি ধরা পড়ি (আচ্ছা)
মাথা খাও, ওগো পায়ে ধরি
কারো চোখে যদি ধরা পড়ি

মাঝির ঘরের মেয়ে আমি
ক্ষণে ক্ষণে তাই ভয়ে মরি
মাঝির ঘরের মেয়ে আমি
ক্ষণে ক্ষণে তাই ভয়ে মরি

চুপিচুপি নয়, সুন্দরী
খোলাখুলি এসো প্রেম করি, এসো না
মাথা খাও, ওগো পায়ে ধরি
কর নাকো তুমি জোরাজুরি

খুশির হাওয়ায় উড়ছি আমি
সাতরঙা এক পাখি
ভালোবাসার মানুষ পেলাম
পেলাম জীবনসাথী

খুশির হাওয়ায় উড়ছি আমি
সাতরঙা এক পাখি
ভালোবাসার মানুষ পেলাম
পেলাম জীবনসাথী

নদীর ধারে ভালোবাসার
বাঁধবো সুখের ঘর যে (সত্যি?)
যুগে যুগে মিলবো মোরা
হবো না কেউ পর যে

চুপিচুপি নয়, সুন্দরী
খোলাখুলি এসো প্রেম করি
না, না, মাথা খাও, ওগো পায়ে ধরি
করো নাকো তুমি জোরাজুরি

ছোট্ট শিশুর মিষ্টি হাসি
রাখবে এ ঘর ভরিয়ে
তুলতুলে দুই নরম হাতে
ধরবে গলা জড়িয়ে

আহা, ছোট্ট শিশুর মিষ্টি হাসি
রাখবে এ ঘর ভরিয়ে
তুলতুলে দুই নরম হাতে
ধরবে গলা জড়িয়ে

তাকে নিয়ে স্বপ্ন দেখে
ভরবে জীবন সুখে
ভালোবাসার পরশমণি
হবে সে এই বুকে

দিন কাটে, কাটে যে মাস
বছর ঘুরে যায়
কাজের খোঁজে কোলের ছেলে
বিদেশ গেল হায়

চুপিচুপি নয়, সুন্দরী
খোলাখুলি এসো প্রেম করি
চুপিচুপি কেন প্রেম করি
খোলাখুলি এসো হাত ধরি

এই, চুপিচুপি নয়, সুন্দরী
খোলাখুলি এসো প্রেম করি
আহা, চুপিচুপি কেন প্রেম করি
খোলাখুলি এসো হাত ধরি



Credits
Writer(s): Laxmi Kanta Roy
Lyrics powered by www.musixmatch.com

Link