Mutho Aaj (Original)

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখাও

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখাও

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখাও

যা আছে তা নিয়ে নাও
যা আছে তা নিয়ে নাও

হিসেব কষতে বসো না
যাবো কিনা, থাকবো কিনা
হিসেব কষতে বসো না
যাবো কিনা, থাকবো কিনা

যেমন করে হাওয়া বয়
যেমন রাতের পর ভোর হয়
যেমন করে হাওয়া বয়
যেমন রাতের পর ভোর হয়

যেমন পাতা ঝরে
যেমন মানুষ মরে
সেই পথে যাও
অঙ্ক ছেড়ে আজ এসো
কবিতা পড়াও
যা আছে সব নিয়ে নাও

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখাও

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তাও নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখাও

যা আছে সব নিয়ে নাও
যা আছে সব নিয়ে নাও



Credits
Writer(s): Indraadip Dasgupta, Kaushik Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link