Akash Hoyto Ongshoto Meghla

আকাশ হয়তো অংশত মেঘলা
রোদ্দুর হয়তো হঠাৎ আগন্তুক
ফুরিয়ে যাওয়া দুঃখের হাত ধরে
যুদ্ধ যদিও হয়েছে ধ্বংসস্তূপ

সাহস যদিও হারিয়েছে পথ বাঁকে
জীবন ঘুরেছে ভীষণ ঘূর্ণিপাকে
যদিও স্বপ্ন অসম্ভব ভীষণ
যদিও আশা আশাহতেরও থাকে

যুদ্ধ তবুও ছাড়বো না কোনোদিনও
স্বপ্ন কখনো হাত ছেড়ে যাবে না
অংশত মেঘলা হলেও আকাশ
আলোর খোঁজ কখনো ছাড়বো না

বিশ্বাস যদি পালায় জটলা ছেড়ে
শহর থেকে দূরের তেপান্তরে
প্রশ্ন যদি মিমাংসার খোঁজে
উদ্বাস্তু হয় পথে ও প্রান্তরে

তবুও যাবো নতুন দেশের খোঁজে
তবুও ধরবো ভিন আকাশের তারা
হৃদয় থেকে হৃদয় যাত্রাপথে
কখনো আর হবো না পথহারা

যুদ্ধ তবুও ছাড়বো না কোনোদিনও
স্বপ্ন কখনো হাত ছেড়ে যাবে না
অংশত মেঘলা হলেও আকাশ
আলোর খোঁজ কখনো ছাড়বো না



Credits
Writer(s): Upali Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link