Ekta Gan Chilo Amar

একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান
তোমার ওই শত বাহানায় আলো ছিল আমার আঙিনায়
সে আলো আঁধার হয়ে আজ কালো ওই মেঘে জমে রয়

একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান
একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান

যদি সেই পুরোনো রাস্তায় আমাদের আবার দেখা হয়
তখন আমাকে চিনবে কি? নাকি মুখ ফিরিয়ে নেবে?
যদি সেই পুরোনো রাস্তায় আমাদের আবার দেখা হয়
তখন আমাকে চিনবে কি? নাকি মুখ ফিরিয়ে নেবে?

একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান
একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান

এখন সব যন্ত্রণা আমি লুকিয়ে হাসতে তো জানি
তবুও হঠাৎ মাঝরাতে এ মন গুমরিয়ে কাঁদে
এখন সব যন্ত্রণা আমি লুকিয়ে হাসতে তো জানি
তবুও হঠাৎ মাঝরাতে এ মন গুমরিয়ে কাঁদে

একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান
একটা গান ছিল আমার, একটা সুর ছিল আমার
সে সুরে শত অভিমান, অভিমানে বেঁধেছি এই গান



Credits
Writer(s): Asifur Rahaman Shovon, Din Islam Sharuk
Lyrics powered by www.musixmatch.com

Link