Odhikar Amar

চাইছি তোমায়, বহুদূর তুমি
দূরত্ব শুধু পৃথিবীর
ডাকছি তোমায়, শুনছো নাকি
নিয়ম ভেঙে কাছে আসবে কি

অধিকার আমার, ভালোবাসা তোমার
হৃদয়ের প্রতি স্পন্দনে
এক নতুন অনুভূতির জন্ম আবার
জড়িয়ে রাখো তুমি আদরে

তোমার ওই চোখের পলকে
তোমার ওই ঠোঁটের হাসিতে
আজীবন অধিকার আমার

তোমার ওই স্নিগ্ধ সকালে
নরম হাতের আদরে
আজীবন অধিকার আমার

অধিকার আমার
অধিকার আমার
অধিকার আমার
অধিকার আমার
অধিকার আমার
অধিকার আমার
অধিকার আমার

দেখছি তোমায় বহুদূর থেকে
জানি হাত বাড়ালেও পাবো না
পূর্ণতা নতুন পাবে জেনে রেখো
অপেক্ষায় রেখে দেখো না

অধিকার তোমার, ভালোবাসা আমার
তোমার প্রতি নিঃশ্বাসে
এক নতুন অনুভূতির জন্ম আবার
লুকিয়ে রেখো তুমি যতনে

তোমার ওই চোখের পলকে
তোমার ওই ঠোঁটের হাসিতে
আজীবন অধিকার আমার

তোমার ওই স্নিগ্ধ সকালে
নরম হাতের আদরে
আজীবন অধিকার আমার

তোমার ওই চোখের পলকে
তোমার ওই ঠোঁটের হাসিতে
আজীবন অধিকার আমার

তোমার ওই স্নিগ্ধ সকালে
নরম হাতের আদরে
আজীবন অধিকার আমার

অধিকার আমার



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link