O Ruper Agun

ও রূপের আগুন লাইগাছে মনে
পইড়াছি জ্বালায় আমি, নিভাইলেও নেভে না
না মানে শাসন, না মানে বারণ
তোমারই প্রেমে, কন্যা, হইয়াছি দিওয়ানা

আগুনে ঝাঁপাইয়া পতঙ্গ যদি
খামাখা পুইড়া মরে, দোষ কার বলো না

ও রূপের আগুন লাইগাছে মনে

মন না বুঝিয়া কইরাছো পিরিতি
জানি না কেমনে হইলো এ দুর্গতি

প্রেমের বাজারে বুঝি না কী রীতি
রূপেতে মজিয়া কইরাছি পিরিতি
প্রাণে দাগা দিয়া কইরো না বাহানা

আগুনে ঝাঁপাইয়া পতঙ্গ যদি
খামাখা পুইড়া মরে, দোষ কার বলো না

না মানে শাসন, না মানে বারণ
তোমারই প্রেমে, কন্যা, হইয়াছি দিওয়ানা
ও রূপের আগুন লাইগাছে মনে

প্রেমেরই কারণে কত যে গুণীজন
হইয়াছে দিওয়ানা, কেতাবেরই লিখন

কেতাবেরই কথা জানে যে সকলে
রসিয়া বন্ধু বলো না তাহলে
লাইলি-মজনুর মতো পিরিত করে কয়জনা

ও রূপের আগুন লাইগাছে মনে
পইড়াছি জ্বালায় আমি, নিভাইলেও নেভে না

আগুনে ঝাঁপাইয়া পতঙ্গ যদি
খামাখা পুইড়া মরে, দোষ কার বলো না

ও রূপের আগুন লাইগাছে মনে
পইড়াছি জ্বালায় আমি, নিভাইলেও নেভে না



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link