Ki Dhowni Baje

কী ধ্বনি বাজে
গহনচেতনামাঝে
কী আনন্দে উচ্ছ্বসিল
মম তনুবীণা গহনচেতনামাঝে

মনপ্রাণহরা সুধা-ঝরা
মনপ্রাণহরা সুধা-ঝরা

মনপ্রাণহরা সুধা-ঝরা
পরশে ভাবনা উদাসীনা

কী ধ্বনি বাজে
গহনচেতনামাঝে

কী ধ্বনি বাজে
কী ধ্বনি বাজে
গহনচেতনামাঝে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link