Dekhecho Ki Chokh Khule

দেখেছো কি চোখ খুলে
উৎসব-উচ্ছ্বাস ভুলে?
ওরা আছে ফুটপাত জুড়ে, কেউ নেই কুলে
কোত্থাও নেই আলো-হাসি-গান
শুধু অবহেলা-অপমান, বাঁচে সব সয়ে

ছাদ নেই মাথায়, আস্তাকুঁড়ে
বয়স বাড়ে অনাদরে

দিন যায় অবহেলায়
ডিজেলের পোড়া গন্ধ হাওয়ায়
নিঝুম রাত অসহায়, ওরা স্বপ্নহীন
বাম-ডান পথ কে দেখাবে?
কেরোসিন আলো কে জ্বালাবে? ওরা ক্লান্তিহীন

তুমি-তুমি-তুমি করো কী?
স্বপ্ন এসো ভাগ করি
তুমি-তুমি-তুমি করো কী?
স্বপ্ন এসো ভাগ করি

আশ্রয় আছে এ শহরেই
রাংচিতে মমতায় ঘিরে
সকালে সোনা রোদ্দুরে বলো, "তুমি ওঠো"
ভয় নেই, নেই, নেই সংশয়
করবোই এ জীবন জয়, এসো পাশাপাশি

এ শহরেই আছে বনভূমি
তোমাদের মাঝেই মানবজমিন
এ শহরেই আছে বনভূমি
তোমাদের মাঝেই মানবজমিন

(এ শহরেই আছে বনভূমি)
(তোমাদেরই মাঝে মানবজমিন)
(এ শহরেই আছে বনভূমি)
(তোমাদেরই মাঝে মানবজমিন)



Credits
Writer(s): Gautam Chattopadhya, Tapas Das
Lyrics powered by www.musixmatch.com

Link