Jibonto Lash

এই শহরে কেউ বেঁচে নেই
বেঁচে আছে শুধু দুঃখ বিলাস
কে বলে সে মানুষ
তাকে দেখতে লাগে জীবন্ত লাশ

জীবন্ত লাশদের সংখ্যাই বেশি আজ
কষ্টের জীবনে দুঃখ ব্যথা করে রাজ
কেউ তাই বেঁচে নেই বেদনার শহরে
মরা লাশ ধরে আছে জোকারের শহরে

স্বপ্নের মৃত্যুতে লাশ বহু বাড়ছে
ফের বেদনায় ডোবা দ্রবণটা নাড়ছে
কেউ কেউ হেরে গিয়ে জীবনের মঞ্চে
করুণ চোখে এই পৃথিবীটা ছাড়ছে

জীবন্ত লাশদের গান কেউ শুনে না
ভালোবেসে স্বপ্নের মালা কেউ বুনে না
এই লাশ হয়তো পরেনি কাফনটা
হয়তো চালু আছে হৃদয়ের কাঁপনটা

হেসেখেলে বেঁচে থাকা চেহারার পিছে
জীবন্ত লাশ থাকে ঠিক তার নিচে
জীবন হিসেব কভু মিলে না তাদের
ষোলো আনা জীবনের বারো আনা মিছে

জীবন্ত লাশদের হয় না কবর
মরে গিয়ে বেঁচে থাকে আজীবনভর
মৃদু হাসি ঢেউ হয়ে ঐ বুকে চমকায়
জালিমের ফুসফুসে এই হাসি ধমকায়

হেসে যান জনগন সত্যের রাস্তায়
এই হাসি দেখে যেন অমানুষ পস্তায়
মানবতা ভরে যারা পঁচা পঁচা বস্তায়
বিক্রি করে যারা দেশটাকে সস্তায়

পথে ঘাটে পরে আছে হাজারো ক্ষুদার্ত
মরে গেলে দেখবে কী কী তাদের শর্ত
দেখার মতো পৃথিবীতে কেউ নেই
যারা ছিলো তারা আজ দুনিয়াতে বেচে নেই

না করিলে প্রতিবাদ কইবেন আমি কই নাই
রক্ত ভেজা হাতে লেখেছি কথা গুলো ভুলি নাই
আমি ওমর কইয়া গেলাম স্মৃতির পাতায় লেইখা
সমাজ একদিন ঠিক হইবে আমার কথা পইড়া

এই শহরে কেউ বেঁচে নেই
বেঁচে আছে শুধু দুঃখ বিলাস
কে বলে সে মানুষ
তাকে দেখতে লাগে জীবন্ত লাশ



Credits
Writer(s): Muhammad Masnun
Lyrics powered by www.musixmatch.com

Link