Baundule (Original)

দূরের পথের কথা কে জানে?
বাউল মনের ব্যথা কে জানে?
দূরের পথের কথা কে জানে?
বাউল মনের ব্যথা কে জানে?
আমার স্বপনে, তোমার নয়নে, যাচ্ছি শুধু ঘুরে ঘুরে
আমার স্বপনে, তোমার নয়নে, যাচ্ছি শুধু ঘুরে

সব ব্যস্ত কবিগুলো যাচ্ছে চলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
জলজ্যান্ত ছবিগুলো যাচ্ছে গলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে

বা-বা-বাউন্ডুলে
বা-বা-বাউন্ডুলে

তোমার আমার মধ্যে শুধু এতোটুকুই ব্যবধান

তোমার আমার মধ্যে শুধু এতোটুকুই ব্যবধান
আমার বাড়ি স্বর্গ-মর্ত্য, তোমার বাড়ি তীর্থস্থান
তোমার দুপুরে আমার শহরে যাচ্ছি শুধু পুড়ে, পুড়ে
তোমার দুপুরে আমার শহরে যাচ্ছি শুধু পুড়ে

কত নৌকাডুবি হয় অল্প জলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
কত বিপ্লবীরা ঢোকে দস্যু দলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে

সোজা কথার উল্টো মানে, মিথ্যে কথার বেশি দাম

সোজা কথার উল্টো মানে, মিথ্যে কথার বেশি দাম
তুমি বোদ্ধা, আমি মূর্খ, সত্যিতে সব হারালাম
ইচ্ছের পাড় থেকে হৃদয় সাগরে যাচ্ছি ভেসে দূরে দূরে
ইচ্ছের পাড় থেকে হৃদয় সাগরে যাচ্ছি ভেসে দূরে

কেউ নৈতিকতার নামে রপ্ত গেলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
কারও প্রাসাদ ভাসে তারই অশ্রুজলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে



Credits
Writer(s): Arko
Lyrics powered by www.musixmatch.com

Link