Khobor Dio Hothat Kanna Pele

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড়বান্দা ছেলে
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড়বান্দা ছেলে
সুখের দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড়বান্দা ছেলে
সুখের দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে

তোমার খবর ভুল ঠিকানায় চিঠি
তোমার খবর গেরোস্থালির গান
কেমন আছো? আগেও যেমন ছিলে?
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে
একজীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে

হাতের পাতায় ভুলের বসত-বাটী
দূরের তারায় আকাশ ধোয়া জল
মিথ্যে সুখের তোমার পরিপাটি
বেঁচে থাকার এইটুকু সম্বল
হয়তো আমি ধূসর কোনো আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে
হয়তো আমি ধূসর কোনো আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে

মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাৎ কান্না পেলে
খবর দিও হঠাৎ কান্না পেলে
খবর দিও হঠাৎ কান্না পেলে



Credits
Writer(s): Rajib Chakraborty, Anirban Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link