Ami Hridoyete Poth Ketechhi

আমি হৃদয়েতে পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে

তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো
কাঁপছে থরথরে

আমি হৃদয়েতে পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে

ব্যথা-পথের পথিক তুমি
চরণ চলে ব্যথা চুমি
ব্যথা-পথের পথিক তুমি
চরণ চলে ব্যথা চুমি

কাঁদন দিয়ে সাধন আমার
চিরদিনের তরে গো
চিরজীবন ধ'রে

আমি হৃদয়েতে পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে

নয়নজলের বন্যা দেখে
ভয় করি নে আর
আমি ভয় করি নে আর
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার
আমি তরব পারাবার

নয়নজলের বন্যা দেখে
ভয় করি নে আর
আমি ভয় করি নে আর
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার
আমি তরব পারাবার

ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে
ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে

ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
ঠেকব চরণ-'পরে
আমি বাঁচব চরণ ধ'রে

আমি হৃদয়েতে পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে

তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো
কাঁপছে থরথরে

আমি হৃদয়েতে পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link