Hazar Tarar Alor Majhe_(From"Ram Lakhan")

হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা
হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা
তোর সুরভীর গর্বে আমি গরবিনী মা
আমার চোখে তুই তো নিজেই নিজের উপমা

হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা

জ্যোৎস্না থেকেও স্নিগ্ধ যে তোর আলো
জীবন দিয়ে বাসবো তোকে ভালো
জ্যোৎস্না থেকেও স্নিগ্ধ যে তোর আলো
জীবন দিয়ে বাসবো তোকে ভালো
তুই যে আমার প্রাণের আলো, আমার গরিমা

হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা

মায়ের আশিস থাকবে তোকে ঘিরে
থাকবি রে তুই সবার হৃদয় জুড়ে
মায়ের আসিস থাকবে তোকে ঘিরে
থাকবি রে তুই সবার হৃদয় জুড়ে
দিন গুনে যাই দেখবো কবে তোর সে মহিমা

হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা
হাজার তারার আলোর মাঝে তুই যে সুখের তারা
বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা
তোর সুরভীর গর্বে আমি গরবিনী মা
আমার চোখে তুই তো নিজেই নিজের উপমা



Credits
Writer(s): Babul Bose
Lyrics powered by www.musixmatch.com

Link