Niye Jaabo tokey-Cover

এখানে একফালি রোদ ঢোকে তোমার ঘরে
কুয়াশাটা জানালায় আটকে পড়ে
পাইন গাছের ফাঁকে সূর্যটা উঁকি মেরে বলে
"নিয়ে যাবো তোকে"

এখানে পৃথিবীটা বড়ই সহজে
চিৎকার করে গান গাইতে পারে
আঙ্গুলের ফাঁকে জোনাকীরা উঁকি মেরে বলে
"নিয়ে যাবো তোকে"

এখানে হাত বাড়ালেই
কোনো না কোনো বন্ধু জুটে যাবে
এখনো নীল নীল আকাশটা নীল হয়ে যাবে

চাঁদটা যখন উঁকি মারে আকাশে
গাছগুলো পাহারা দেয় ঘুমের দেশে
Backpack কাঁধে নিয়ে সূর্যটা adventure-এ
নিয়ে যাবে তোকে

কত অজানা দ্বীপ, কত অচেনা দেশে
তারাগুলো নেমে এসে বসে পাশে
শিস দিয়ে গান গাইতে গাইতে ছায়াপথ ধরে
নিয়ে যাবে তোকে

তোকে
নিয়ে যাবো তোকে



Credits
Writer(s): Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link