Premik Na Hoy Bhabo

যাও ভুলে যাও
সেই আলগা চোখে প্রেম বুঝানোর মানে
পাও সুখ পাও সত্যিগুলো ঢেকে অভিমানে

ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো

নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো

আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে

আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে

বারে বারে ভুল বুঝেছি
তোমার চোখের ভাষায়
যা আমি নই তা হতে চাই
প্রেমিক হবার আসায়

ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো

নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো



Credits
Writer(s): Jhonti Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link