Aakash Chhoano

আকাশ ছোঁয়ানো কোনো মেঘরাঙা বিকেলের
উদাস বাউল হাওয়া অগোছালো সেদিনের
গল্পটা শোনাবে বলে
অসম্ভবের রং ধূসর কি ঘন কালো
হলুদ না গাঢ় নীল, ভাবতে সময় গেল
গেল দিন আজকেও চলে
চলে গেল দিন, চলে গেল উদাসীন
বন্ধু আমার ঘরে ফিরে

আকাশ ছোঁয়ানো কোনো মেঘরাঙা বিকেলের
উদাস বাউল হাওয়া অগোছালো সেদিনের
গল্পটা শোনাবে বলে
অসম্ভবের রং ধূসর কি ঘন কালো
হলুদ না গাঢ় নীল, ভাবতে সময় গেল
গেল দিন আজকেও চলে
চলে গেলো দিন, চলে গেল উদাসীন
বন্ধু আমার ঘরে ফিরে

সেদিন কেমন ছিল, দুহাত বাড়িয়েছিল
আরো দুটি হাত নিতো ধরে
তোমায় দেখবে বলে আকাশ জাগতো বসে
ভরসা পাখির ডানা ধরে

সেদিন কেমন ছিল, দুহাত বাড়িয়েছিল
আরো দুটি হাত নিতো ধরে
তোমায় দেখবে বলে আকাশ জাগতো বসে
ভরসা পাখির ডানা ধরে

এইটুকু শোনা ছিল, বিকেল হারিয়ে গেল
বাকি কথা এখনও অনেক বাকি রয়ে গেল
উথাল পাথাল মন বলে
অসম্ভবের রং ধূসর কি ঘন কালো
হলুদ না গাঢ় নীল, বৃথাই সময় গেল
গেল দিন আজকেও চলে
চলে গেল দিন, চলে গেল উদাসীন
বন্ধু আমার ঘরে ফিরে

আবছায়া মাঝে মাঝে লাগতো ভালোই
যেন নিরাশার গান ছিল মনে
কথা ছিল, সুর ছিল, আগুনটা জ্বলছিল
আগামী সুখের হবে জেনে

আবছায়া মাঝে মাঝে লাগতো ভালোই
যেন নিরাশার গান ছিল মনে
কথা ছিল, সুর ছিল, আগুনটা জ্বলছিল
আগামী সুখের হবে জেনে

আগামী এখন হলো, সুখীতে দুঃখী হলো
এখনো অনেক কথা না বলা রয়েই গেল
সত্যি তুমি গেলে চলে
অসম্ভবের রং ধূসর কি ঘন কালো
হলুদ না গাঢ় নীল, বৃথাই সময় গেল
গেল দিন আজকেও চলে
চলে গেল দিন, চলে গেল উদাসীন
বন্ধু আমার ঘরে ফিরে

আকাশ ছোঁয়ানো কোনো মেঘরাঙা বিকেলের
উদাস বাউল হাওয়া অগোছালো সেদিনের
গল্পটা শোনাবে বলে
অসম্ভবের রং ধূসর কি ঘন কালো
হলুদ না গাঢ় নীল, ভাবতে সময় গেল
গেল দিন আজকেও চলে
চলে গেল দিন, চলে গেল উদাসীন
বন্ধু আমার ঘরে ফিরে



Credits
Writer(s): Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link