Tumi Je Hero

আমি তোমার কে, বলো না
তুমি বলো, তুমি বলো
তুমি বলো, তুমি বলো
তুমি বলো, তুমি বলো

তুমি যে প্রিয়, তুমি যে hero
তুমি যে চিরসাথী আমারই
তুমি যে প্রিয়, তুমি যে hero
তুমি যে চিরসাথী আমারই
চোখের কাজলে আছে আঁকা
ছবি শুধু তোমারই

তুমি যে প্রিয়া, তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারই
তুমি যে প্রিয়া, তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারই
মনের কাগজে আছে লেখা
নামটি শুধু তোমারই
তোমারই, তোমারই, তোমারই

ফুল তুলছে আজ দু'জনার পথ
ভীরু ভীরু পায়ে পায়ে চলো
চুপিচুপি কিছু কথা বলো
ঝিরিঝিরি দোলা আনে বাতাসের গান
প্রাণে প্রাণে বেঁধে বেঁধে রাখো
কাছে কাছে আরও কাছে রাখো

বুকের গভীরে জাগে আশা
ভালো শুধু বাসারই

তুমি যে প্রিয়া, তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারই
তুমি যে প্রিয়, তুমি যে hero
তুমি যে চিরসাথী আমারই

ঝরে ঝরে পড়ে যেন আকাশের নীল
নীলি-ঝিলি রঙে রঙে সাজো
সুরে সুরে বীণা হয়ে বাজো
কেঁপে কেঁপে উঠে দেখো সাগরের ঢেউ
দূরে দূরে ভেসে ভেসে যাবো
ঘুরে ঘুরে ঠিকানাটা পাবো

হাতের পরশে জাগে নেশা
ভালো শুধু বাসারই

তুমি যে প্রিয়, তুমি যে hero
তুমি যে চিরসাথী আমারই
চোখের কাজলে আছে আঁকা
ছবি শুধু তোমারই

তুমি যে প্রিয়া, তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারই
মনের কাগজে আছে লেখা
নামটি শুধু তোমারই
তোমারই, তোমারই, তোমারই



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link