Onno Bosro Abash Bhumi

অন্ন, বস্ত্র, আবাস এবং শিক্ষা, স্বাস্থ্য চাই
একটি জীবন, প্রতিটি জীবন, জীবন তো একটাই
শুধু দিন গোনা, শুধু বেঁচে থাকা নয় তো সুখের মাত্রা
তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবনযাত্রা
নতুন জীবনযাত্রা

অন্ন, বস্ত্র, আবাস এবং শিক্ষা, স্বাস্থ্য চাই
একটি জীবন, প্রতিটি জীবন, জীবন তো একটাই
শুধু দিন গোনা, শুধু বেঁচে থাকা নয় তো সুখের মাত্রা
তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবনযাত্রা
নতুন জীবনযাত্রা

গুণে মানে নয়, শুধু সংখ্যায় যত বাড়ে জনারণ্য
আবাদি জমিন ক্লান্ত ততই জোগাতে মুখের অন্ন
গুণে মানে নয়, শুধু সংখ্যায় যত বাড়ে জনারণ্য
আবাদি জমিন ক্লান্ত ততই জোগাতে মুখের অন্ন

বেড়েছে মানুষ, বাড়েনি জমিন
বসতির চাপে কমে প্রতিদিন
প্রকৃতি বিরূপ হয়ে ওঠে তাই, বাড়ে অভাবের মাত্রা
তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবনযাত্রা
নতুন জীবনযাত্রা

শুভ আগামীর জন্যে তো চাই প্রতিটি শিশুর যত্ন
শিক্ষা এবং স্বাস্থ্যগুণেই সে হবে দেশের রত্ন
শুভ আগামীর জন্য তো চাই প্রতিটি শিশুর যত্ন
শিক্ষা এবং স্বাস্থ্যগুণেই সে হবে দেশের রত্ন

পরিবারে যদি সন্তান হয়
একটি কি দু'টি, তার বেশি নয়
তাহলেই শিশু পরিবেশ পায়, বাড়ে যত্নের মাত্রা
তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবনযাত্রা
নতুন জীবনযাত্রা

অন্ন, বস্ত্র, আবাস এবং শিক্ষা, স্বাস্থ্য চাই
একটি জীবন, প্রতিটি জীবন, জীবন তো একটাই
শুধু দিন গোনা, শুধু বেঁচে থাকা নয় তো সুখের মাত্রা
তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবনযাত্রা
নতুন জীবনযাত্রা



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link