Shukh Kiba Dukh

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ
লেখা রয় এই হাতে
এই হাত তুমি ধরেছো, আমারই যে হয়েছো
কেউ পারবে না আর ফেরাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ
লেখা রয় যেই হাতে
সেই হাত আমি ধরেছি, তোমারই তো হয়েছি
কোনো বাধা পারবে না ফেরাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ

আমি যদি থাকতাম এই পৃথিবীর ওই প্রান্তে
তুমি যদি থাকতে এই পৃথিবীর এই প্রান্তে
আমি যদি থাকতাম এই পৃথিবীর ওই প্রান্তে
তুমি যদি থাকতে এই পৃথিবীর এই প্রান্তে

বাধা এলে শত, দেখা ঠিকই হতো
ভেঙে দিয়ে পারাপার, প্রেম হতো একাকার
এই যে লেখা আছে বরাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ

যদি এ পৃথিবী নাই রয়, থেকো তুমি
নতুন পৃথিবী গড়বো তোমাতে আমি
যদি এ পৃথিবী নাই রয়, থেকো তুমি
নতুন পৃথিবী গড়বো তোমাতে আমি

দৃষ্টিতে তোমার হারাবো যে বারেবারে
আবার তো ফিরবো, সুখ নীড় গড়বো
তোমার দেয়া ভালোবাসাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ
লেখা রয় এই হাতে
এই হাত তুমি ধরেছো, আমারই যে হয়েছো
কেউ পারবে না আর ফেরাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ
লেখা রয় যেই হাতে
সেই হাত আমি ধরেছি, তোমারই তো হয়েছি
কোনো বাধা পারবে না ফেরাতে

সুখ কিবা দুঃখ, প্রেম কি বিরহ



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link